ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
প্রকাশিত : ১৮:৩৩, ৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৩৮, ৭ জানুয়ারি ২০২৬
বর্তমান পরিস্থিতিতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের নিজেদের অবস্থান স্পষ্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
উপদেষ্টা বলেছেন, ‘দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাব না। আমরা আইসিসি থেকে চিঠি পেয়েছি তা থেকে বুঝেছি যে, ভারতে আমাদের ক্রিকেটারদের প্রচণ্ড নিরাপত্তা ইস্যু সৃষ্টি হয়েছে সেটা তারা অনুধাবন করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু না এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক আমরা এখানে নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য হিসেবে দেখছি।’
বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে আপোষ করবেন না বলে জানিয়ে আসিফনজরুল বলেন,‘ভারতীয় বোর্ড যেখানে নিজেরাই কলকাতাকে বলছে এই ক্রিকেটারকে বাদ দাও, তাকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। সেখান থেকে তো বোঝাই যায় যে সেখানে খেলার মতো নিরাপত্তা নেই। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদা এটার প্রশ্নে আমরা আপোষ করব না।
আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটা অন্য আয়োজক তথা শীলঙ্কায় খেলতে চাই। আমরা আমাদের পজিশনে অনড় আছি। আমরা কেন অনড় আছি সেটা আশাকরি আইসিসিকে বোঝাতে পারব এবং আইসিসিও আমাদের দিক বিবেচনা করবে বলে আশাকরি।’
এমআর//
আরও পড়ুন










