ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এদিন বেলা পৌনে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷

এরআগে গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। সে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি