ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে

প্রকাশিত : ১৬:৫২, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫২, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে, ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৯টি, কমেছে ১৭৭টির, আর ৪৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৪০ কোটি ৬৯ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৬ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪৩০ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৮টির, আর ২৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৬২ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি