ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নির্বাচনে অনিয়ম হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাসহ অন্য পুলিশ কর্মকর্তারা দায়ী থাকবেন হুশিয়ারী প্রধান নির্বাচন কমিশনারের

প্রকাশিত : ১৯:২২, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২২, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম বা কারচুপি হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাসহ অন্য পুলিশ কর্মকর্তারা দায়ী থাকবেন বলে হুশিয়ারী দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া জাল ভোট বন্ধ এবং সুষ্ট ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন সিইসি । প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় নির্বাচনী পরিবেশ সম্পুর্ন ইসির নিয়ন্ত্রনে রয়েছে জানিয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। সিইসি বলেন, ৭৩২টি ইউনিয়ন পরিষদে অংশ নিচ্ছেন ৩৬ হাজার  ৪শ ৫৬ জন প্রার্থী। আর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২লাখ সদস্য। সেসময় কোনো রকম পক্ষপাতিত্ব না করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার আহবান জানান সিইসি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং সমর্থকদের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি