ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সরকার ও দলীয় নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন করে জনগনকে বোকা বানানোর চেষ্টা চলছেঃ ফখরুল

প্রকাশিত : ১২:৪৬, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫১, ২২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Fakrulসরকার ও দলীয় নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন করে জনগন ও বিশ্ববাসিকে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া পরিষদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। বলেন, অযোগ্য নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু কোন নির্বাচন করা সম্ভব নয় বরং একের পর এক সরকার তার প্রকল্প বাস্তাবায়ন করে যাচ্ছে। এর আগে পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচনে সহিংসতার মাধ্যেমে প্রসাশনকে ব্যবহার করে তাদের প্রার্থীদের বিজয়ী করেছে বলেও আভিযোগ করেন ফখরুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি