ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলাদেশ পেলো বিদ্যুৎ, ভারত পেলো ইন্টারনেট ব্যান্ডউইথ

প্রকাশিত : ১৩:১৭, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:১৭, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ত্রিপুরা থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হয়েছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারত পেলো ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ ঘটনাকে মাইল ফলক বলেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা-কু‌মিল্লা আন্তঃ‌দেশীয় গ্রি‌ড এবং ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে গনভবনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে। এ সময় শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বর্তমানে দেশদুটির একসঙ্গে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও উন্নয়নযাত্রার কথা তুলে ধরেন। ঢাকায় বাংলাভাষী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আগরতলায় ত্রিপুরার মূখ্যমন্ত্রী-দুইজনই মুগ্ধ প্রধানমন্ত্রী মোদির ভাঙ্গা বাংলার আন্তরিকতায়। পরে নরেন্দ্র মোদি হিন্দুতে তুলে ধরেন দুই প্রধানমন্ত্রীর আগের দেখাসাক্ষাৎ, পারস্পরিক নানা প্রকল্পের অগ্রগতি। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা, টেলিকনফারেন্সের দিনই দুদেশের ক্রিকেট ম্যাচও স্থান মোদির কথা, যার মূলসুুর পারস্পরিক সহযোগিতার বিষয়টি। অন্যদিকে ত্রিপুরায় মূখ্যমন্ত্রী মানিক সরকার ব্যন্ডইউথ দেয়ার জন্য শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুধু ত্রিপুরা নয়, পুরো উত্তর-পুর্বাঞ্চলের মানুষ এর সুবিধা পাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি