ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ঈদযাত্রায় লঞ্চের টিকিট বিক্রি শুরু, ভিড় নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন রোববার ৩২টির মধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠানের কাউন্টার খুলেছে

এদিন টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা যায়নি লঞ্চ ঘাটে। টিকিটও বিক্রি হয়নি আশানুরুপ।

পারাবত লঞ্চের কর্মকর্তা বিপুল বসু গণমাধ্যমকে জানান, অনলাইনে তাঁদের বেশি টিকিট বিক্রি হয়। আজ সকালে ২৮ তারিখের মাত্র ছয়টি টিকিট অনলাইনে বিক্রি হয়েছে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, আজ কয়েকটি প্রতিষ্ঠানের কাউন্টারে শুধু টিকিট বিক্রি চলছে। সরকারের ঘোষণার পরও যে সব প্রতিষ্ঠানের কাউন্টারে টিকিট বিক্রি করছে না তাদের তালিকা করা হচ্ছে।

 

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি