ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

দুদক সচিব হলেন শামসুল আরেফিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৪, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. শামসুল আরেফিনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রতিষ্ঠানটির সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে সোমবার এ আদেশ জারি করে মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় দুদক সচিব আবু মো. মুস্তফা কামালকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় গত গত ১৬ আগস্ট।

শামসুল আরেফিন এর আগে ঢাকা ওয়াসার সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি