ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আশকোনা হাজি ক্যাম্পে হজযাত্রীদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪১, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আশকোনার হজ ক্যাম্পে বিক্ষোভ মিছিল করেছেন হজযাত্রীরা। আজ শনিবার বেলা দুইটার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

মিছিলে প্রতারক হজ এজেন্সির মালিকদের বিচার দাবি জানান তারা। পাশাপাশি হজে যাওয়ার নিশ্চয়তার দাবি তোলেন হজযাত্রীরা।

এর আগে হজযাত্রার শেষ মুহূর্তে গতকাল শুক্রবার এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ নিয়ে আশকোনার হজ ক্যাম্পে জড়ো হন হজযাত্রীরা। এজেন্সিকে টাকা দিয়েও হজে যেতে না পারার অনিশ্চয়তায় কান্না ভেঙে পড়েন তাঁরা।

ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন আজ গণমাধ্যমকে বলেন, যেসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব এজেন্সি যদি দুই দিনের মধ্যে হজযাত্রী পাঠানোর ব্যবস্থা না নেয়, তাহলে জিডি থেকে মামলা করা হবে।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা না পড়ায় তাঁদের ভিসা পাওয়ার আর সুযোগ থাকছে না। তাই এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন।

শুক্রবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী। হজ ফ্লাইট সূচি অনুযায়ী, বিমানের শেষ প্রাক্-হজ ফ্লাইট আজ শনিবার।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি