ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

হজক্যাম্পে ১৮ দিন, তবু মেলেনি টিকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪১, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর আশকোনা হজক্যাম্পে ১৮ দিন ধরে অবস্থান করেও বিমানের টিকেট পাননি আয়েশা খাতুন। এ কারণে পবিত্র হজ পালন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। তার এজেন্সি টিকেট কিনে দেওয়া নিয়ে গড়িমসি করছে বলে তার অভিযোগ। আর এতোদিন ধরে হোটেলের খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, আশকোনা হজক্যাম্পে ১০ হাজার হজযাত্রী অবস্থান করছেন। তারা জানেন না কবে মিলবে বিমানের টিকেট। শেষতক তারা হজ করতে পারবেন কিনা তাও নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন।

এদিকে, শেষ মুহূর্তে হ্জ এজেন্সিগুলোর চলমান এই প্রতারণার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

শেষদিকে এসে হজ এজেন্সিগুলো তাদের দাবি অনুযায়ী বাড়তি টাকা না পাওয়ায় হজযাত্রীদের বিমানের টিকেট বুঝিয়ে দিচ্ছে না। এ ক্ষেত্রে যারা বাড়তি টাকা দিতে পারছেন, তারা হজে যেতে পারছেন। যারা বাড়তি টাকা দিতে পারছেন না তারা হজক্যাম্পে আটকে আছেন এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত। এতে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন ,আবার কেউ হজক্যাম্পের মধ্যেই চুরির শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন।

ভুক্তভোগী আয়েশা খাতুন তিশা ট্র্যাভেলস নামের একটি এজেন্সির কাছে টাকা দিয়েছেন বলে জানান। এজেন্সির লোকদের কথামতো এসেছেন হজক্যাম্পে। কিন্তু গত ১৮ দিনেও তিনি বিমানের টিকেট পাননি। সেই এজেন্সির লোকরা এখন আর ফোনও ধরছেন না। তাই হজক্যাম্পে বসে হজে যাওয়ার প্রহর গুনছেন তিনি।

আয়েশা খাতুন বলেন, এই ১৮ দিন হোটেলের খাবার খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছি। তারপরও এরা (হজ এজেন্সি) ফি’র ট্যাকা চায়। ৫০ হাজার ট্যাকা চাইছিল, ৩০ হাজার ট্যাকা দিছি।

আরেক হজযাত্রী বলেন, আমরা তিন লাখ টাকা অগ্রিম দিয়া ফালাইছি, এখন অতিরিক্ত টাকা দেওয়া মোটেও সম্ভব না।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি