ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ঈদের লঞ্চ যাত্রা রোববার থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪০, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদরঘাট থেকে ঈদের লঞ্চ ছাড়বে আগামীকাল রোববার। এ জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে টার্মিনাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার সরেজমিনে দেখা যায়, টার্মিনালে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি পূর্বঘোষিত ঈদের বিশেষ সার্ভিসের লঞ্চগুলো ঘাটে আসতে শুরু করেছে। লঞ্চগুলো আলাদা আলাদা গন্তব্যের নির্ধারিত পল্টুনে নোঙর করা হয়েছে।

সদরঘাট বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, আমাদের সব প্রস্তুতি নেয়া হয়েছে। এবার লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপারের কোনো সুযোগ থাকছে না। নির্ধারিত সংখ্যক যাত্রী বোঝাইয়ের পরপরই জেটি থেকে লঞ্চ ছাড়ার জন্য মালিকদের জানানো হয়েছে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি