ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বিমানবন্দরে শিশুকেই সালাম দিলেন প্রধানমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদ্যতা এবং আন্তরিকতা অন্য সবার থেকে যেন আলাদা। শিশুদের কাছে পেলে তিনিও যেন শিশু হয়ে যান। তাইতো এক শিশুর সালামের জবাবে তাকেও সালাম দিলেন ‘মাদার অব হিউম্যানিটি’ শেখ হাসিনা।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর নামার পর অনেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় এক শিশু উচ্চস্বরে প্রধানমন্ত্রীকে সালাম দেয়। জবাবে প্রধানমন্ত্রীও তাকে সালাম দেন এবং বলেন, কেমন আছো তুমি, ভালো আছো?

রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ১২ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতিত এক শিশুকে দেখে তাকে অশ্রুসজল নয়নে বুকে জড়িয়ে ধরেন তিনি।

গত বছর নভেম্বরে জলবায়ু সম্মেলন থেকে ফিরে গণভবনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সামনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আলোচনার এক পর্যায়ে তাঁর কাছে চলে আসেন তাঁর দৌহিত্ররা। এ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আমার সৈন্য বাহিনী এসে পড়েছে। আর থাকা যাবে না।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি