ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

৫২ হাজার রোহিঙ্গা শিশু টিকা পেয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এখন পর্যন্ত ৫২ হাজার রোহিঙ্গা শিশুকে বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রায় আড়াই হাজার রোহিঙ্গা শরণার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে কক্সবাজারের বিভিন্ন হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। যাদের সবাই প্রায় গুলিবিদ্ধ বা ধারালো অস্ত্রের আঘাতে আহত। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।  

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় স্বাস্থ্য মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে, তা জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উখিয়া, টেকনাফ ও বান্দরবান এলাকায় শরণার্থীদের জন্য বাড়তি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অনেকগুলো নতুন স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে।

সেখানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায়। এসব জায়গাগুলোতে এ পর্যন্ত প্রায় ৫২ হাজার শিশুকে হাম, রুবেলাসহ নানা রোগের টিকা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শরণার্থী এলাকাগুলোতে ৪০টির বেশি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে রোগ প্রতিরোধ, পুষ্টি ও সেবার পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, রোহিঙ্গারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত। নারীদের পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো ধারণাই নেই। বাংলাদেশ সরকার রোহিঙ্গা নারীদের গর্ভ-পূর্ববর্তী, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সব ধরনের সেবার ব্যবস্থা করেছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি