ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বাংলাদেশের ডিজিটাল কার্যক্রমের প্রশংসায় তিন দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশের ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করেছে এস্তোনিয়া, কলম্বিয়া ও নামিবিয়াবৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদ অধিবেশনে এস্তোনিয়ার স্থায়ী মিশন ‘ই-গভর্নেন্স: পার্টনারশিপ ফর অ্যাচিভিং এসডিজিস’ শীর্ষক একে আলোচনায় তিন দেশের নেতারা এ প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এস্তোনিয়ার রাষ্ট্রপতি কেসটি কালজুলাইড, নামিবিয়ার অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রী টম আলেওয়েন্ডো, কলম্বিয়ার জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রী লুইস ফার্নান্দেজ মেজিয়া। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর, ডিরেক্টর ফর দ্য ব্যুরো ফর পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট এবং জাতিসংঘের সহকারী মহাপরিচালক মাগদা মার্টিনেজ সলিমান।

বক্তারা ডিজিটাল কর্মকাণ্ডে বাংলাদেশ সকল শ্রেণি-পেশার অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ই-গভর্নমেন্ট কার্যক্রমের আওতায় দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম, মোবাইল অ্যাপ-ভিত্তিক স্বাস্থ্য সেবা, ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, ডিজিটাল কনটেন্ট, উদ্যোক্তা ইকো-সিস্টেমের মতো উদ্যোগ নিয়ে কাজ চলছে।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি