ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘মিয়ানমারের প্রস্তাব আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রস্তাব দিয়েছে, সেটি তাদের ওপর  আন্তর্জাতিক চাপ কমানোর একটি কৌশল বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘রোহিঙ্গা সংকট, বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ পর্যালোচনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার যাচাই–বাছাই করে প্রত্যাবাসনের কথা বলছে। ১৯৯২ সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনের যে নীতি নেওয়া হয়েছিল, সেটাকে অনুসরণ করতে চাইছে তারা। বাংলাদেশ এবারের পরিস্থিতির মাত্রা ও ভিন্নতার বিষয়ে একটা খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে। বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার দুটি দিক। একটি তাদের জাতীয়তা, আরেকটি হলো প্রত্যাবাসন। আর দুটি সমস্যার সমাধানই মিয়ানমারের হাতে। আমরা চায়, এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) যুক্ত থাকুক।পাশাপাশি আন্তর্জাতিক চাপটাও অব্যাহত থাকুক।

তিনি বলেন, ২০১২ সালের পর থেকে বাংলাদেশ সরকার মিয়ানমারের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু মিয়ানমারকে নিস্পৃহ মনে হয়েছে। তারা বাংলাদেশ সফর করলেও কখনো আলোচনায় এগোয়নি। এমনকি আজও পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, সেখানকার গণমাধ্যমে রোহিঙ্গাদের ‘বেঙ্গল টেররিস্ট’ বলছে।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি