ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

গ্যাস নেই রামপুরা-বনশ্রীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার বাসা বাড়ি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে রবিবার দিবাগত রাত ২টার পর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গ্যাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বসবাসকারীরা। চুলা না জ্বলায় সকাল থেকে রান্না করতে পারেনি অনেকেই। রেস্টুরেন্টগুলোতে সকাল থেকে দেখা গেছে লম্বা লাইন।

তিতাসের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পূর্ব রামপুরায় রোববার তিতাসের গ্যাস লাইনের ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়েছে। সংস্কারকাজ চলার সময়েএটি কাটা পড়ে। তবে মেরামতের কাজ চলছে আজ যেকোনো সময় কাজ শেষ হবে।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি