ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চিকিৎসার জন্য লন্ডনে গেছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চোখের চিকিৎসা করাতে ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন ।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে  তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।  আগামী ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগেও গত এপ্রিলে ৭৪ বছর বয়স্ক আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডন গিয়েছিলেন।

/ এম / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি