উখিয়ার পথে খালেদা জিয়া
প্রকাশিত : ১৩:৫১, ৩০ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে ও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে গাড়িবহর নিয়ে উখিয়ার পথে আছেন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপির নেতা-কর্মীরা।
উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালী এলাকার শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে খালেদা জিয়ার। সবশেষে উখিয়ার পানবাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে যাত্রা শেষ করবেন তিনি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
/ এমআর / এআর
আরও পড়ুন