লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয় : খালেদা জিয়া
প্রকাশিত : ১৫:২৯, ৩০ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০১, ৩০ অক্টোবর ২০১৭

মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করার সময় তিনি একথা বলেন। তিনি বলেন, শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করে দিতে হবে। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরীব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়।
খালেদা জিয়া আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকারের যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে দাঁড়ায়নি। এমনকি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালায়নি।
এ সময় মিয়ানমারের সরকারের প্রতি আহবান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, মানবতার স্বার্থে আপনাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার দিন। বর্ষা গেল, সামনে শীত আসছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।
বিএনপির পক্ষ থেকে সেনা কর্তৃপক্ষের কাছে ১১০ টন চাল, ৫ হাজার প্যাকেট শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মায়ের খাদ্য দেওয়া হয়েছে বলেও জানান খালেদা জিয়া।
এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি শাহজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এমআর / এআর
আরও পড়ুন