ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ায় শিক্ষার্থীদের আন্দোলন, চুয়েট বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২২:১২, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ২২:১২, ৭ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হওয়ার জেরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়া চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়-চুয়েট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এক জরুরি সভায় চুয়েট কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের  জন্যে বন্ধ ঘোষণা করে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় চুয়েটের ছাত্র মোহাইমিনুল ইসলাম নিহত হন। এর জেরে শিক্ষার্থীরা সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিলে বন্ধ হয়ে যায় ক্লাস-পরীক্ষা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি