ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ডেসকো’র সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চুক্তি

প্রকাশিত : ১৯:১৫, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৫, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেডের সাথে কর্পোরেট চুক্তি করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এখন থেকে ডেসকো’র গ্রাহকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ফার্স্ট পে শিওর ক্যাশ এবং অনলাইন সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদ সরোয়ার, প্রগতি সিস্টেমস লিমিটেডের সিইও ডা. শাহাদাত খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেসকো’র সেক্রেটারী ইঞ্জিনিয়ার জুলফিকার তাহমিদ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি