ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ট্যানারি শিল্প স্থানান্তরে আরও এক মাস সময় দিয়েছে শিল্প মন্ত্রনালয়

প্রকাশিত : ১৯:২১, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:২১, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ট্যানারি শিল্প স্থানান্তরে নতুন করে আরও এক মাস সময়ে বেধে দিয়েছে শিল্প মন্ত্রনালয়। বুধবার রাজধানির শিল্প মন্ত্রনালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন শিল্প সচিব। অন্যদিকে এখনো হাজারীবাগের সচল ট্যানারির তালিকা চেয়েছে হাইকোর্ট। ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে সরিয়ে নিয়ে ২০০১ সালে একটি রায় দেয় হাইকোর্ট। এরপর ২০০৯ এর ২৩ জুন আদালত ট্যানারি শিল্প সাভারে সরিয়ে নিতে ২০১০ এর ২৪ ফেব্র“য়ারি পর্যন্ত সময় বেধে দেয়। কিন্তু কেন্দ্রীয় বর্জশৌধনাগারের কাজ শেষ না হওয়া পাশাপাশি ট্যানারিগুলোর নিজেদের অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখনো হাজারীবাগ থেকে সরছে না এ পরিবেশ দূষণকারী শিল্প। এমন পরিস্থিতিতে বুধবার হাজারীবাগে কার্যক্রম পরিচালনাকারী ট্যানারিগুলোর চূড়ান্ত তালিকা দাখিলে শিল্প সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এ পরিস্থিতিতে মন্ত্রনালয়ে চামড়া শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেন সচিব। বৈঠক শেষে তিনি জানান পরষ্পরকে দোষারপের বদলে যথসম্ভব স্বল্প সময়ে ট্যানারি শিল্প স্থানান্তরে একমত হয়েছে দুই পক্ষ। নতুন করে বেধে দেয়া এক মাস সময়ের মধ্যেই সব ট্যানারি স্থানান্তর সম্ভব হবে বলেও জানান তিনি। তবে এ সময়ের মধ্যে নতুনকরে কাচা চামড়া হাজারিবাগে যাবে কিনা সে প্রশ্নের সরাসরি কোন জবাব দেননি শিল্প সচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি