ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পেলেন নসরুল হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ৩ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের যুবকদের সংগঠিত করে তাঁদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধিতে অবদান রাখায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনিত করেছে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।

পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন, আইডিয়া প্রতিযোগিতা, ইন্টার্নশিপ, তরুণ উদ্যোক্তা সৃজন ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নসরুল হামিদ কাজ করে যাচ্ছেন। তাঁর এ কাজের স্বীকৃতি স্বরূপ সংস্থাটি তাকে পুরস্কারের জন্য মনোনীত করেন। 

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইতে অনুষ্ঠেয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ১ হাজার ২০০-এর বেশি নেতা অংশ নেবেন।

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস সাধারণত গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য একটি প্লাটফর্ম তৈরির মাধ্যমে কার্যকর উন্নয়নে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়। বিজ্ঞপ্তি

একে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি