পশ্চিমাঞ্চলে আবারো শৈত্য প্রবাহের সম্ভাবনা
প্রকাশিত : ২০:৩২, ২৫ জানুয়ারি ২০১৮

দেশের পশ্চিমাঞ্চলে আবারো শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হঢ, আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা হয় ৫ টা ৪০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪২ মিনিটে।
আর/টিকে
আরও পড়ুন