ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

শনিবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দুই দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। ২৪ ঘণ্টারও কম সময়ের দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন রোববার তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোববার দুপুর ২টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

অন্যদিকে চারদিনের সফরে আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি