ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আবার আসছে শৈত্যপ্রবাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশে আবারও শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে।

আবহাওয়ার পূবাভাসের তথ্য মতে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬, ময়মনসিংহে ১০.৭, চট্টগ্রামে ১৪.২, সিলেটে ১১.৯, রাজশাহীতে ১১.২, রংপুরে ১০.৫, খুলনায় ১২.৫ এবং বরিশালে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরোও জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

এম/টিকে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি