রাজস্বকরণ দাবি:
২য় দিনের মতো চলছে সিএইচসিপির আন্দোলন
প্রকাশিত : ১১:৩২, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩৫, ২৯ জানুয়ারি ২০১৮

কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী রাজস্বকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে।
এর আগে গত শুক্রবার থেকে চাকরি রাজস্বকরণের দাবিতে আন্দোলনে নামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন সিএইচসিপি এ্যাসোসিয়েশন। এতে দেশব্যপী প্রায় ৫০ লাখ লোকের কমিউনিটি স্বাস্ব্যসেবা দেওয়া বন্ধ রয়েছে।
এদিকে আন্দোলনকারীরা বলছে, ৩১ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাবে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। আন্দোলনকারীদের দাবি সরকার বারবার আশ্বাস দিয়ে আসলেও তাদের চাকরি রাজস্বকরণ করছে না। এতে মূল বেতন পেলেও সব ধরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে তারা স্মারকলিপি প্রদান করেছেন তারা।
জানা যায়, বর্তমানে দেশে প্রায় সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে সেবা দিচ্ছে সিএইচসিপির কর্মকর্তা- কর্মচারীরা। তবে কমিউনিটি সেবা বন্ধ করে দেওয়ায় তাদের ভাষ্যমতে প্রতিটি ক্লিনিকে ৪০ জনের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এএ/ এমজে
আরও পড়ুন