ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মির্জা ফখরুলকে কাদের

বিএনপির গঠনতন্ত্রে ৭ ধারা কোথায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির গঠনন্ত্র থেকে রাতারাতি ৭ ধারা হাওয়া হয়ে গেছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন ৭ ধারা বাদ দেওয়া হলো তিনি তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন।

আজ বিকালে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যখন খালেদা জিয়ার মামলার রায় ঘনিয়ে আসছে তখন মিউ মিউ করে থলের বিড়াল বের হয়ে আসছে। বিএনপি রাতারাতি গঠনতন্ত্র পরিবর্তন করে ৭ ধারা বাদ দিয়ে দিলো। কী অদ্ভূত।

এ সময় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ধরেই নিয়েছেন যে, ৮ ফেব্রুয়ারী তার সাজা হবে। আর ৭ ধারা অনুযায়ী তিনি বিএনপি করার সুযোগ হারাবেন। এই সুযোগে সরকার বিএনপি ভাঙবে। তাই তারা রাতারাতি গঠনতন্ত্র পরিবর্তন করে। তাদের মনের জোর কত দুর্বল এ থেকে বুঝা যায়।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ঘরে যাদের গণতন্ত্র নেই তারা কি করে গণতন্ত্র দাবি করে? তিনি উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি সম্মেলনের এক বছর দশ মাস পরে রাতারাতি গঠনতন্ত্র পরিবর্তন করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে অনুমোদনের জন্য। কী ছিল এই ৭ ধারায়? ৭ ধারার ব্যাখ্যায় ওবায়দুল কাদের বলেন, ৭ ( ক) তে ছিল ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ নং - ৮ বলে দন্ডিত কোন ব্যাক্তি বিএনপিতে কোনো ভাবে নেতা হতে পারবে না। এমনকি সদস্য পদেও থাকতে পারবে না। ৭(খ) তে উল্লেখ ছিল কেউ যদি দেউলিয়া হয় তাহলেও তার বিএনপির প্রাথমিক সদস্য পদ বাতিল হয়ে যাবে। ৭(গ) তে ছিল কেউ যদি উন্মাদ হয় তাহলেও তিনি বিএনপিতে থাকতে পারবেন না। ৭ (ঘ) তে উল্লেখ ছিল সামাজিক ভাবে কেউ যদি দুর্নীতিবাজ স্বীকৃতি পায়, তাহলে তিনিও বিএনপিতে থাকার অধিকার হারাবেন।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ভাঙ্গার জন্য আওয়ামী লীগ দরকার নেই, বিএনপি নিজেই বিএনপি ভাঙ্গার জন্য যথেষ্ট।  

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত ও সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি