ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এটুআই এবং সটিও ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পর্যায়ে আর্থিক অর্ন্তভুক্তি প্রসারে উদ্ভাবন, ই-সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ফ্রেমওর্য়াক ও আর্কিটেকচারার তৈরির লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সাথে সটিও ফোরাম বাংলাদশে- এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ছে।

সোমবার প্রধানমন্ত্রীর র্কাযালয়ে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরচিালক জনাব কবির  আনোয়ার এবং সটিও ফোরাম বাংলাদশে- এর সভাপতি তপন কান্তি সরকার নিজ প্রতষ্ঠিানরে পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করনে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই প্রোগ্রামের আইটি ম্যানজোর মো. আরেফ এলাহী, এটুআই প্রোগ্রাম ও সটিও ফোরাম বাংলাদশে- এর র্উধ্বতন র্কমর্কতাবৃন্দ।

এম/এস এইচ এস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি