ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পবরর্তী রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্ধারিত হবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:০৫, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা বসবে আজ বুধবার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাত সাড়ে আটটায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ভোট হোক আর না-ই হোক আওয়ামী লীগের প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হবেন, এটাই স্বাভাবিক। কারণ বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আওয়ামী লীগের।

তবে রাষ্ট্রপতি পদে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রথম পছন্দ বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কারণ তিনি পরিচ্ছন্ন ইমেজের।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি