ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অডিট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, টাকা-পয়সা নিয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না। বুধবার রাজধানীর কাকরাইলে ৭৭/৭ অডিট ভবনে আয়োজিত আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিটের গুরুত্বও বেড়ে গেছে। একজন মানুষ চাকরিতে প্রবেশ করার পর থেকে অবসর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অডিটের গুরুত্ব রয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হওয়ার ফলে অডিট কার্যক্রমও ডিজিটাল হয়ে গেছে। তবে সাইবার ক্রাইম অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন কেউ জানতে না পারে সে জন্যও সজাগ থাকতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। অনেক মন্ত্রী-এমপিদের বিষয়েও দুদক কাজ করছে। আমরা সে বিষয়ে বাধা দেই না।’

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি