ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৫৯, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির প্রস্তাব দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাংলাদেশে সফররত ভুটানের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের কাছে এ প্রস্তাব রেখেছে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ীদের এ প্রস্তাব দেশটির উচ্চ পর্যায়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন সফররত ভুটান প্রতিনিধিদল। এসময় তারা বলেন, ভুটান যেহেতু জলবিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণ, তাই দেশটি বিদ্যুৎ রপ্তানিতে উৎসাহী। তবে সেই বিদ্যুৎ হয়ে ভারত হয়ে বাংলাদেশে আনতে হবে বলে, ভারতকেও আলোচনায় রাখতে হবে বলে মত দেন তারা।

আজ বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ প্রস্তাব রাখা হয়। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত এইচ ই সোনাম তপদেন রবেই এবং ভুটানের দি রয়েল ইনস্টিটউট ফর গভর্নেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিসের পরিচালক চিওয়াং রিনজিন এর নেতৃত্বে প্রতিনিধিদলের ৩৬ সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জলবিদ্যুৎ পেতে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রস্তাবে একটি খোলামেলা আলোচনা হয়। আলোচনায় চিওয়াং রিনজিন বলেন, ‘ভুটানের পর্যাপ্ত জলবিদ্যুৎ আছে। যা রপ্তানির বিষয়টি ভুটানও ভাবতে পারে। তবে জলবিদ্যুৎ আনতে যেহেতু ভারত হয়ে আনতে হবে। তাই এ বিষয়ে ভারত, বাংলাদেশ ও ভুটান ত্রিদেশীয় আলোচনার দরকার আছে। আমরা আগে সে আলোচনার দিকে যেতে চাই।’

এফবিসিসআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশ বিনিয়োগের একটি উর্বর ভূমি। এখানে বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে আমরা দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্কটা আরো এগিয়ে নিতে পারি।

অনুষ্ঠানে জানানো হয়, ভুটানের সরকার, ব্যবসায়ী, সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিদল বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। তারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, পর্যটন, দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা ও চট্টগ্রাম বন্দর সম্পর্কে খোঁজ খবর নেন। এর আগে গতকাল তারা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সঙ্গে সাক্ষাৎ করে। আজ দুপুর ২টায় তারা চট্টগ্রাম যাবেন। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার কথা রয়েছে তাদের। 

আরকে// এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি