ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

প্রধানমন্ত্রীর এপিএস আশরাফ সিদ্দিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মু. আশরাফ সিদ্দিকী বিটুকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সহকারী সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আফসারী খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী সচিব পদে আশরাফ সিদ্দিকী বিটুকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এজন্য তাকে অন্য সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে।

ময়মনসিংহের সদর উপজেলার মাসকান্দার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সন্তান আশরাফ সিদ্দিকী বিটু বর্তমানে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োক্যামিস্ট্রিতে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি