ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫

এআইইউবিতে গণমাধ্যম শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া ও গণযোগাযোগ বিভাগে “Building Careers in the Storytelling Age” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিস সফল শিক্ষার্থী।

একুশে টেলিভিশনের (ইটিভি) সাংবাদিক সামিউল ইসলাম জয় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শ্রেণিকক্ষের কার্যক্রম ও অ্যাসাইনমেন্টে সক্রিয়ভাবে অংশ নেওয়া ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে তত্ত্ব এবং বাস্তব কাজের মধ্যে ভারসাম্য আনলে পেশাগত চ্যালেঞ্জ সহজে মোকাবেলা করা যায়।” জয় ডিজিটাল যুগে সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্বও তুলে ধরেন।

বিবিসি নিউজ বাংলার সাংবাদিক মরিয়ম সুলতানা শিক্ষার্থীদের কাছে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, কম্পিউটার সফটওয়্যার দক্ষতা বর্তমানে সফলতার একটি অপরিহার্য অংশ। অ্যানিমেশন মনস্টার স্টুডিওর সায়লা শিকদার রেয়া অ্যানিমেশনে সৃজনশীলতা, নতুন ধারণা ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা শোমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক রানী এলেন ভি রামোস। আলোচনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি