ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

মাশরাফিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেন্ট কিটসে গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানের রবিবাসরীয় জয় পায় মাশরাফিরা। এটি বিদেশের মাটিতে ৯ বছর পর প্রথম সিরিজ জয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খোলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাই শুভেচ্ছা জানিয়েছেন। জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

গত রাতের ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০১ রানের পাহাড় গড়ে। এই পাহাড়ও ওয়েস্ট ইন্ডিজের কাছে টিলাসম সেটি প্রমাণ হচ্ছিল। রানমেশিন ক্রিসগেইলের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিচ্ছিল। অবশেষে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রক্ষা। ১৮ রানে অম্লমধুর জয় পায় বাংলাদেশ। এর আগে গায়ানাতে প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জয় পায় মাশরাফিরা। পরের ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হারে মাত্র ৩ রানে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি