ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অর্থায়নে: জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অর্থায়নে করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, স্যাটেলাইটের বিষয়ে আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আইডিয়া দিলাম। তিনি সরাসরি বললেন তুমি করে ফেল। তোমাকে দায়িত্ব দিলাম। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। পরে বিটিআরসির সঙ্গে বসলাম। কাজ শুরু করলাম।

জয় বলেন, প্রথমেই আমাদের সিদ্ধান্ত ছিল স্যাটেলাইট হবে নিজস্ব অর্থায়নে। আমরা সেটা করেছিও। এ কাজে যে বরাদ্দ ধরা হয়েছিল তার চেয়ে কম খরচে আমরা করতে পেরেছি। যে সময়সীমা ধরা হয়েছিল তার আগেই এটির সফল উৎক্ষেপণ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি