ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ মিললো বিলে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৩১, ২৯ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের দুই দিন পর বিল থেকে  ফারিয়া তাসনিম জ্যোতির মৃতদহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বিলের কচুরিপানার ভেতর থেকে এই নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

এ ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে ড্রেন ও  বিল এলাকায় উদ্ধার তৎপর চালালও মৃতদেহ সন্ধান পাওয়া যায়নি।

নিহত ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন। তিনি মনির ট্রেডিং নামে ডারমা এন্ড কসমেটিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

নিহতের স্বজন‌ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপননের কাজে এসেছিলেন ফারিয়া তাসমিন জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

এরপর ফায়ার সার্ভিসের গত দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে মৃতদেহের সন্ধান পায়নি। আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিলের কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ এই নারীর মৃতদেহ উদ্ধার করে বলে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি