ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

শিক্ষার্থী হলে ব্যাগে বই থাকবে, পাথর কেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। আমি এখন শঙ্কিত শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে। এরা (আন্দোলনকারী) যদি ছাত্র হয় তবে তাদের ব্যাগে তো বই থাকবে, পাথর কেন? ঢিল কেন?

আজ রোববার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ টি জেলায় ৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটা শ্রেণী-ই আছে তাঁদের কাজ-ই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। তাঁরা একটা সুযোগের অপেক্ষায় থাকে। যেমন কালকে (গতকাল) একটা শ্রেণী ফেসবুকে রিউমার ছড়িয়েছে যে, আওয়ামী লীগ অফিসে চারজনের লাশ রাখা হয়েছে। চার শিক্ষার্থীকে নাকি মেরে ফেলা হয়েছে। এবং পরপরই আওয়ামী লীগ অফিসে আক্রমন করা হলো। সমানে ঢিল ছোড়া হলো। আমাদের অন্তত ১৭-১৮ জন কর্মীকে আহত করা হলো। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি। সেই সময় আমার কাছে বারবার ফোন এসেছে যে, হামলা হচ্ছে। ঢিল মেরে গ্লাস ভেঙে ফেলা হয়েছে। আহত হয়ে যাচ্ছি। আমি বলেছি, ধৈর‌্য ধরো। দেখি কতটুকু করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, এরপর আমাদের ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের কাছে গেলেন। তাদের বুঝিয়েছেন। এমনকি তাদের ২০-২২ জনের টিমকে  আওয়ামী লীগ অফিসে নিয়ে গেছেন। ছাত্ররা সারা অফিস তারা তন্ন তন্ন করে খোঁজেছে। কোথায় লাশ? কোথায় মেয়েদের ওপর নির্যাতন? কিচ্ছু পায় নি তারা।

প্রধানমন্ত্রী বলেন, একটা ঘটনা থেকে বিষয়টি আরও স্পষ্ট হবে। অফিসের সামনে বিডিআর সদস্যদের ওপর হামলা হয়েছে। ওপেন ফায়ার হয়েছে। এই অস্ত্র কোত্থেকে এলো। কারা আনলো। এটি যদি শিক্ষার্থীদের আন্দোলন হয় তবে এতে অস্ত্র কেন?

প্রধানমন্ত্রী বলেন, এতেই বুঝা যায় আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। তারা যেকোনো সময় যেকোনো অঘটন ঘটাতে পারে। তাই শিক্ষার্থীদের বলবো ঘরে ফিরে যাও।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি