একটা শ্রেণীর কাজ-ই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১২:৫৫, ৫ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আগুন দিয়ে মানুষ পোড়াতে পারে, যারা ছোট শিশুদের পেট্রল বোমা দিয়ে জীবন্ত পুড়িয়ে মারতে পারে, বাসে-ট্রেনে পেট্রল বোমা মারতে পারে, তারা নিজেদের স্বার্থের জন্য যেকোনো কিছু করতে পারে। আগুন সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানার তিনি।
আজ রোববার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ টি জেলায় ৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটা শ্রেণী আছে তাঁদের কাজ-ই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। তারা বহু ষড়যন্ত্র করে যাচ্ছে। সুযোগ পেলেই নানা অপপ্রচার-বিভ্রান্তি করে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা, মিথ্যাচার করে বিভ্রান্তি করার অধিকার তাদের কে দিয়েছে? প্রধানমন্ত্রী বলেন, যারা এসব করতে পারে তারা যে কোমলমতি শিশুদের যে ক্ষতি করবে না তার কী নিশ্চয়তা আছে?
প্রধানমন্ত্রী বলেন, তাই অভিভাবকদের বলবো আপনাদের সন্তানদের ঘরে নিয়ে যান, হাতে বই ধরিয়ৈ দিন। তারা অনেক করেছে।
/ এআর /
আরও পড়ুন