চলে গেলেন গেরিলা যোদ্ধা কামরুল হাসান
প্রকাশিত : ১৮:২১, ৬ আগস্ট ২০১৮

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও গেরিলা যোদ্ধা কামরুল হাসান ভুঁইয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আজ সোমবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় একাত্তরের এই গেরিলা যোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুর আগে পর্যন্ত তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এ বছর মুক্তিযুদ্ধ সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তিনি ১৯৫২ সালের ২৪ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন।পড়াশোনা করেছেন যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে। ১৯৮৩ সালে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৭১ সালের ১৩ এপ্রিল মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরে।
কামরুল হাসান ভূঁইয়া ১৯৭৪ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ১৯৯৬ সালের ১২ জুলাই মেজর পদমর্যাদায় থাকা অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন।
তিনি বিভিন্ন বিষয় নিয়ে বই রচনা করেছেন।তার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের সংখ্যা ২৩টি, সামরিক ইতিহাসের ওপর লেখা ১টি এবং শিশুতোষ গ্রন্থ ৩টি।
এমএইচ/ এসএইচ/
আরও পড়ুন