শেষ ভরসা আন্তঃজেলা বাস সার্ভিস
প্রকাশিত : ০৮:৪৭, ১২ আগস্ট ২০১৮

বাসের কাঙ্খিত টিকিট প্রাপ্তির যুদ্ধ শেষ। অনেকে পেয়েছেন আবার অনেকে ভালোমানের পরিবহনের টিকিট না পেয়ে এখন ধরনা দিচ্ছেন আন্তঃজেলা বাস সার্ভিসগুলোর কাউন্টারে।
২১ অথবা ২২ আগস্ট, ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে প্রতি বছরের মতো এবারও ১৫ দিন আগে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গত ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত টানা তিনদিন বিক্রি হয়েছে বাসের আগাম টিকিট।
সূত্র জানায়, হানিফ, শ্যামলী, এসআর কিংবা ডিপজলের মতো পরিবহনগুলোর সব রুটের টিকিট বিক্রি শেষ হয়েছে। ফলে টিকিট প্রত্যাশীরা এখন ছুটছেন আঞ্চলিক বাস কাউন্টারগুলোতে।
এসএ/
আরও পড়ুন