লক্ষ্য একটাই মানুষের জীবনকে সুন্দর করে তোলা: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১১:০৪, ১২ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনের লক্ষ্য একটাই সেটি হচ্ছে দেশের মানুষকে সুন্দর জীবন উপহার দেওয়া। সুখী সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলা। দেশের মানুষের ভাগ্যোন্নয়ন।
আজ রোববার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সামনে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সুশিক্ষায় শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে নি। তাই আমরা সেটি নিশ্চিত করছি। বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছি। উচ্চ শিক্ষার জন্য প্রাইম মিনিস্টার সহায়তা ট্রাস্ট করে দিয়েছি।
শেখ হাসিনা বলেন, শিক্ষাকে আমরা বহুমুখী করতে চাই। এজন্য বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।
/ এআর /
আরও পড়ুন