ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিদ্যুত কেন্দ্র বা শিল্পায়ন হচ্ছে, সেসব এলাকার সবুজ বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৫২, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫২, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

যেসব এলাকায় বিদ্যুত কেন্দ্র বা শিল্পায়ন হচ্ছে, সেসব এলাকার পরিবেশ সংরক্ষণে সবুজ বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের সবার প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযাগ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবনে রামপাল বিদ্যুত কেন্দ্র গড়ে উঠলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে যে দাবি করা হচ্ছে তার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নের প্রয়োজন অনুযায়ী দেশে বিদ্যুত কেন্দ্র ও শিল্পায়ন গড়ে উঠবে।  তবে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় বনায়ন ও জলাশয় মিলে একটি সবুজ বলয় গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সংশ্লিস্টদের নির্দেশ দেন তিনি। উত্তরাঞ্চলসহ দেশের যেসব এলাকায় মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছেন, তাদের সাহায্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপনের আহবান জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি