ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণ সভা কাল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।  

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ অংশ নেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলীয় নেতা-কর্মী ও আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি