ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে এখনও

প্রকাশিত : ১৪:১৮, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৮, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার এক মাস পার হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। ঘটনার এক মাস পরও বিভীষিকাময় সেই রাতের স্মৃতি তাড়া করে বেড়ায় অনেকের মনে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রেস্টুরেন্টের সামনের রাস্তায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী-পেশার মানুষ। গেল পহেলা জুলাই ওই সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ১৭ বিদেশী ও দুই পুলিশসহ ২৪জন। সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে নিহত হয় ৫ জঙ্গি। এরপর শুরু হয় পুলিশী অভিযান, তদন্ত। আটক করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমসহ অনেককে।  তবে এতো কিছুর পরও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। যদিও আইন-শৃঙ্খলাবাহিনী বলছে, খুব শিগগিরিই আইনের আওতায় আনা হবে নেপথ্যের নায়কদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি