ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

জাতীয় শোক দিবসে উপাসনালয়ে বিশেষ দোয়া-প্রার্থনা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবসে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া-মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ঢাকেশ্বরিতে বিশেষ প্রর্থনা সভায় শহীদদের আত্মার শান্তি কামণা করা হয়। এছাড়া গির্জা ও প্যাগোডায়ও হয়েছে বিশেষ প্রার্থনা।   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া-মোনাজাত। অংশ নেন মুসল্লিরা।

বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শোক দিবসের বিশেষ মোনাজাতে ১৫ই আগস্ট কাল রাতে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বিশেষ প্রার্থনার আয়োজন ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। পবিত্র গীতা থেকে পাঠ করা হয় শ্লোক। শোককে শক্তিতে পরিনত করে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য প্রার্থণা করেন ভক্তরা।

বিশেষ প্রার্থনা হয়েছে তেজগাঁও চার্চে। প্রার্থনায় বঙ্গবন্ধুর চেতনায় দেশের উন্নয়নে কাজ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীরাও জাতীয় শোক দিবসে আয়োজন করে বিশেষ প্রার্থনার। বাসাবো বৌদ্ধ মন্দিরে প্রার্থনায় দেশ জাতির মঙ্গল কামনা করা হয়।

ভিডিও: 

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি