ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

হলি আর্টিজান হত্যাকান্ডের মূল রহস্য পুরোপুরি বের হয়নি

প্রকাশিত : ১৪:২০, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২০, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

হলি আর্টিজান হত্যাকান্ডের এক মাস পেরোলেও এখনো পুরোপুরি বের হয়নি মূল রহস্য। বেশ কয়েকজন সন্দেহভাজন টানা জিজ্ঞাসাবাদে থাকলেও হোতাদের কেউই এখনো গ্রেফতার হয়নি। যদিও ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার দাবি করেছে পুলিশ। দেশে প্রথমবারের মতো ঘটে যাওয়া জিম্মি সংকটের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতায় সন্তুষ্ট নিরাপত্তা বিশ্লেষকরাও। ১ জুলাই, রাত গুলশান-২, ৭৯ নাম্বার সড়কের হলি আর্টিজান বেকারিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। প্রথমবারের মতো বাংলাদেশ দেখলো ’জিম্মি সংকট’। এরপর সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অপারেশন থান্ডার বোল্ট অভিযানে জীবিত উদ্ধার করা হয় তিন বিদেশি নাগরিকসহ ১৩ জিম্মিকে, নিহত হয় ৬ জঙ্গি। এর আগেই সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি। ঘটনার পর থেকেই থেকে উদ্ধার হওয়াদের নজরদারি আর দফায় দফায় জিজ্ঞাসাবাদও চলছে। জঙ্গি দমনে চলছে চিরুনি অভিযান। ব্লক রেইডে কল্যাণপুরে মারা যায় নয় জঙ্গী। আইন শৃঙ্খলা বাহিনীর কর্ম তৎপরতায় সন্তুষ্ট অপরাধ বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মাঝে সনাক্ত হয়েছেন ঘটনার পেছনের মূল হোতারা। জাতীয় জীবনে এরকম ঘটনা যাতে আর ফিরে না আসে সেজন্য জঙ্গি দমনে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতার পাশাপাশি গণ-প্রতিরোধ গড়ার আহ্বান সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি