ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে বস্তাবন্দি ৩ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৮:১৭, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৭, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুর যমুনা নদী থেকে ৩ জনের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এনায়েতপুরে যমুনা নদীতে বড় ২টি বস্তা ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বস্তাগুলো উদ্ধার করে। বাস্তাগুলোর মধ্যে এক শিশু ও দুই নারীর মৃতদেহ পায় তারা। পুলিশ জানিয়েছে, তিনজনকেই শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে তাদের ধারণা। ঘটনাটি খতিয়ে দেখছেন তারা। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি