ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পায়রা বন্দরের বহির্নোঙ্গরে প্রথম বাণিজ্যিক জাহাজ থেকে পন্য খালাস

প্রকাশিত : ১৮:১৬, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৬, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দরের বহির্নোঙ্গরে প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড থেকে পন্য খালাস করা হচ্ছে। এরমধ্য দিয়ে স্বল্প পরিসরে পায়রা সমুদ্র বন্দরের বাণিজ্যিক যাত্রা শুরু হলো। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পুরো বন্দরের সব অবকাঠামো এখনো হয়নি। তবে স্বল্প পরিসরে বন্দর ব্যবহার উপযোগী হওয়ায় আজ বন্দরে পদ্মা সেতু প্রকল্পের পাথর নিয়ে চীন থেকে জাহাজ নঙ্গর করেছে। আরো জানান হয়েছে, আগামী ১৩ আগষ্ট আনুষ্ঠানিক কাজের উদ্ধোধন করার কথা রয়েছে। এর মাধ্যমে বাণিজ্যিকভাবে পায়রা বন্দর চালু হবে। তবে বন্দরটি ২০১৮ সালের মধ্যে পুরোপুরি চালু হবে। বন্দরকে ঘিরে প্রকল্প এলাকায় এখন এগিয়ে চলেছে উন্নয়ন কার্যক্রম।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি