জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন: সাঈদ খোকন
প্রকাশিত : ১৩:২৪, ২০ আগস্ট ২০১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাঈদ খোকন বলেন, এবারের ঈদে কম বেশি এক লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। সেই জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সাঈদ খোকন আরও বলেন, এবার ঈদগাহে থাকবে বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা। তাছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে। ঈদের জামাত আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
আজ সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্যান্য কর্মকর্তারা।
এসি
আরও পড়ুন